বিএনপি কীভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত করছে, তা আমার জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৯, ২০২২, ০৪:০৫ পিএম

বিএনপি কীভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত করছে, তা আমার জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি কীভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত করছেন তা আমার জানা নেই এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি শুনেছি বিএনপি প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, মন্ত্রিপরিষদ গঠন করেছে, তবে এটি কিভাবে করেছে, তা আমার জানা নেই।

শনিবার বেলা ২টার দিকে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঢাকা জেলা শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন হয়েছে।দেশের সেখানেই যাবেন, সেখানেই মাননীয় শেখ হাসিনার সফলতা আর সফলতা। তিনি একজন নির্ভীক সূদরপ্রসারী নেতা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আছে, থাকবে এমন মন্তব্য করে আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, “আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে চলে। এদেশের জনগণ কখনই ভুল কাজ করবেন না। মাননীয় শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।”

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যোগ দেওয়ার কথা রয়েছে।

Link copied!