সেপ্টেম্বর ১৫, ২০২২, ১০:২৬ পিএম
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গাদের ফেরাতে খুবই ‘পিসফুলি’চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত ‘নবজাগরণ: অপরাধকে না বলুন’ এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করছি যাতে করে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারে। খুবই ‘পিসফুলি’ চেষ্টা চলছে।”
রোহিঙ্গাদের কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, “ বিশেষ করে কক্সবাজারের মানুষ অনেক সমস্যায় আছে। আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অত্যন্ত পিসফুলি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারেন। কারণ, মিয়ানমার রোহিঙ্গাদের কোনোভাবেই নিতে চাচ্ছে না।”
মিয়ানমার বড় রাষ্ট্র হয়েও তাদের নাগরিকদের বিতাড়িত করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “রোহিঙ্গার ঢল যখন নামল, তখন অনেকেই বলেছিলেন আটকে দিই। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবিকে বললেন, তোমরা সীমান্ত থেকে সরে দাঁড়াও, ওদের আসতে দাও, ওদের আশ্রয়ের প্রয়োজন।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী এ-ও বলেছেন, তোমাদের মনে নেই, জীবনটা হাতে নিয়ে বাংলাদেশের কয়েক কোটি লোক, স্ত্রী সন্তান নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ঠিক সেই রকমই ওরা (রোহিঙ্গারা) আমাদের দেশে আশ্রয় নিচ্ছে। ওদের জীবন রক্ষার সুযোগটা আমরা দিতে চাই।”
র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আক্তার হোসেন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।