‘ফারদিন হত্যায় অকাট্য প্রমাণ মেলেনি, এখনই কিছু বলা যাচ্ছে না’

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২২, ০৮:৪৬ পিএম

‘ফারদিন হত্যায় অকাট্য প্রমাণ মেলেনি, এখনই কিছু বলা যাচ্ছে না’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনায় এখনো অকাট্য তথ্যপ্রমাণ মেলেনি; তাই এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নৌ-পুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ কথা বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনো সেরকম কিছু বলার মতো তথ্য আসেনি। তারপরও হারুন (ডিএমপির অতিরিক্ত কমিশনার-ডিবি) হয়তো কিছু বলেছেন।’

মাদকের সংশ্লিষ্টতার বিষয়ে আসাদুজ্জামান খান কামালবলেন, ‘এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে।’

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামপুরা থানায় তাঁর বাবার করা মামলায় আয়াতুল্লাহ বুশরা নামের এক বন্ধুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

মামলা তদন্তের অগ্রগতি প্রসঙ্গে গত শনিবার আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘আমরা পারিপার্শ্বিকতা, বিভিন্ন বিষয় বিচার–বিশ্লেষণ করছি। আমাদের দল সব বিষয়, তথ্য ও উপাত্ত সংগ্রহ করে বিচার–বিশ্লেষণ করছে।’

Link copied!