দুই-এক দিনের মধ্যেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বা বোর্ড ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বুধবার (২১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় গভর্নর ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও জানান।
এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে পাঠানো চিঠিতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার আহ্বান জানান ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।
সর্বস্তরের কর্মীদের পক্ষ থেকে ব্যাংকটির প্রধান কার্যালয়ের এসইভিপি এ এস এম রেজাউল করিমের সই করা চিঠিতে বলা হয়, এরই মধ্যে সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান অবস্থা সম্পর্কে জেনেছেন। ব্যাংকটির বোর্ড অব ডিরেক্টরস ও কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে ব্যাংকের তহবিল লুটপাটের কিছু চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বাস্তব অবস্থা এর চেয়ে আরও ভয়াবহ। দীর্ঘদিন এই লুটপাটের ধারা অব্যাহত থাকার কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। সেই সঙ্গে ব্যাংকটির প্রতি গণমানুষের আস্থার সংকট দেখা দিয়েছে।