রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধে রাজি না হওয়ায় বুধবার ইউরোপের দুই দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার বন্ধু নয়, এমন দেশগুলো রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে চাইলে এর মূল্য পরিশোধ করতে হবে দেশটির মুদ্রা রুবলে। পুতিনের এমন ঘোষণার পর ইউরোপের চার দেশ রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করছে। রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এমন এক ব্যক্তির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে এনডিটিভি খবরটি দিলেও দেশ চারটির নাম নিশ্চিত করেনি।
ইউরোপের ২৩ দেশে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে রাশিয়া। তবে এখন পর্যন্ত অনেক ক্রেতাই রুবলে দাম পরিশোধের শর্ত প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই বুধবার এ ইস্যুতে ইউরোপের দুই দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় রুশ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি আরো বলেন, গ্যাসের মূল্য পরিশোধে রাশিয়ার এমন শর্ত পূরণের জন্য ইউরোপের ১০টি কোম্পানি ইতোমধ্যে গ্যাজপ্রমে তাদের ব্যাংক হিসাব খুলেছে।
রুশ মুদ্রা রুবলের মাধ্যমে অর্থ লেনদেন না করলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল রাশিয়া। ফলে ১ এপ্রিল থেকে রুবলে গ্যাস বিক্রির সিদ্ধান্ত নেয় দেশটি।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল বা গ্যাসের ওপর নিষেধাজ্ঞা জারি করেনি। কারণ ইইউর সদস্য দেশগুলো রুশ জ্বালানির ওপর খুব বেশি নির্ভরশীল। ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস আমদানির প্রায় ৪০ শতাংশ এবং মোট তেল আমদানির ৩০ শতাংশ রাশিয়া থেকে হয়ে থাকে।