সমন্বিত ৮ ব্যাংকে ১৫৯৭ পদে বড় নিয়োগ, আবেদনের সময় ৪ দিন

ক্যারিয়ার ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৪, ০৭:০৫ এএম

সমন্বিত ৮ ব্যাংকে ১৫৯৭ পদে বড় নিয়োগ, আবেদনের সময় ৪ দিন

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৮টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নেয়া হবে। ‘অফিসার (সাধারণ)’ পদে ১৫৯৭ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ জানুয়ারি, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র চারদিন।

যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২০ জানুয়ারি। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০২০২। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (https://erecruitment.bb.org.bd/career/dec212023_bscs_133.pdf) জানা যাবে।

Link copied!