৩১৪০ শূন্যপদে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২৩, ০৬:৩৯ পিএম

৩১৪০ শূন্যপদে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সংগৃহীত ছবি

৩ হাজার ১৪০টি শূন্যপদে নিয়োগের জন্য ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৭৪টি পদ স্বাস্থ্য ক্যাডারে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম সচিব আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্যপদগুলো প্রতিযোগিতামূলক ৪৬তম বিসিএস পরীক্ষা ২০২৩-এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

এ ছাড়া পরবর্তীতে বিজ্ঞপ্তির পদ বাড়তেও পারে বলে জানিয়েছে পিএসসি। 

এ নিয়ে পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণের কারণে বিজ্ঞাপিত শূন্যপদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

৩ হাজার ১৪০ পদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৭৪টি পদ স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া শিক্ষায় ৯২০ জন, প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০ জন, পুলিশে ৮০ জন, আনসারে ১৪ জন, পরিবার পরিকল্পনায় ৪৯ জন, মৎস্যে ২৬ জন ও গণপূর্তে ৬৫ জন ক্যাডার নেয়া হবে।

দেখে নিন কোন পদে কত শূন্য পদ-

Link copied!