জুন ২, ২০২২, ১২:৪৩ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনের রেললাইন অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৬ মাস ধরে তারা আন্দোলন করে আসছে। শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি সবখানেই আমরা তাদের দাবীর বিষয়ে অবহিত। একমতও হলেও কোনো পদক্ষেপ না নেয়ার ক্ষোভ জানান তারা।
এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি পূরণে বার বার আশ্বাস দিলেও কার্যত কোন পদক্ষেপ নেননি বলে অভিযোগ জানান শিক্ষার্থীরা।
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, কিছু শিক্ষার্থী অবস্থান নিয়ে চবিতে দ্বিতীয়বার ভর্তির দাবি জানাচ্ছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।