চবি চারুকলার শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৮:১২ পিএম

চবি চারুকলার শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

সংস্কারের কাজের কথা বলে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পাশাপাশি বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিন দুপুর ৩টায় জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় সর্বোচ্চনীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।

প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া বলেন, '৫৪২তম সিন্ডিকেটের এক জরুরি সভায় রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছেড়ে যাবার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। সংস্কার কাজ করতে আগামী ১ মাস চারুকলা ইনস্টিটিউটে সশরীরে সব ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।'

শিক্ষকদের অনলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়ে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান প্রক্টর।

এর আগে গত বছরের ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রশাসন দাবি মানতে ইতিবাচক সাড়া দিলেও পরে ২২ দফা দাবি হঠাৎই মূল ক্যাম্পাসে ফেরার এক দাবিতে রূপ নেয়। শিক্ষার্থীদের বক্তব্য, মূল ক্যাম্পাস ছাড়া তাদের এই ২২ দফা দাবির সবগুলো পূরণ করা সম্ভব নয়। আন্দোলন নিয়ে গত ২১ জানুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি জেলা প্রশাসক ও মহানগর আওয়ামী এর সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করে শর্তসাপেক্ষে ক্লাসে ফিরে যান শিক্ষার্থীরা। তবে শর্তপূরণ না হওয়ায় গত মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নামেন তাঁরা।

Link copied!