৪৩তম বিসিএস: বাদ পড়াদের অধিকাংশ নিয়োগ পাবেন, অবিলম্বে নতুন তালিকা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৫, ০৪:৫৮ পিএম

৪৩তম বিসিএস: বাদ পড়াদের অধিকাংশ নিয়োগ পাবেন, অবিলম্বে নতুন তালিকা

ছবি: সংগৃহীত

তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় বাদ পড়াদের মধ্যে একটি অংশকে ‘ফৌজদারি ও রাষ্ট্রদ্রোহের অপরাধের ইতিহাস না থাকা সাপেক্ষে’ নিয়োগ দেয়ার উদ্যোগের কথা বলেছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে এক সভা শেষে তিনি বলেন, “ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন অপরাধ করেছে, যেটা সামনে আসছে… এরা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তি শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।”

ফাইল প্রধান উপদেষ্টার দপ্তর এবং রাষ্ট্রপতির কার্যালয় ঘুরে এলে ‘দুই-তিন দিনের মধ্যে’ নতুন নিয়োগের তালিকা প্রকাশ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন সচিব।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৩তম বিসিএসের ২১৬৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছিল। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ২২৭ জন প্রার্থীর বিষয়ে ‘বিরূপ মন্তব্য’ আসায় তাদের সাময়িকভাবে বাদ রেখে গত ৩০ ডিসেম্বর ১৮৯৬ জন প্রার্থীকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

এরপর থেকেই বাদ পড়া চাকরি প্রার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গত রোববার তারা সম্মিলিতভাবে জনপ্রশাসন সচিবের বরাবরে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান।

বাদ পড়া প্রার্থীদের অধিকাংশই মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সেসব আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার এই বৈঠক ডাকে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর একজন প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের একজন প্রতিনিধি, নিয়োগ ও পদন্নোতি শাখার অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্যসহ সভায় উপস্থিত থাকতে বলা হয়।

বৃহস্পতিবার সভা শেষে জনপ্রশাসন সচিব বলেন, “আজকে যাদের নির্বাচিত করা হয়েছে সে বিষয়ে একটি সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত সেই সামারি যাবে। সেখান থেকে ফাইল নামার পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি হবে।”

‘সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে’ কাজটি করা হচ্ছে মন্তব্য করে সচিব বলেন, “এটা শুধু একটি ছেলে বা একটি মেয়ের বিষয় নয়, তার পরিবারের রুটিরুজি, রোজগার। অনেকেই এটার পরে বিয়ে করবে। বাবা-মায়ের সংসার, চিকিৎসা, তাদের লালিত আশা-আকাঙ্ক্ষা ত্বরিৎ গতিতে যাতে বাস্তবায়ন করা যায়, সেজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করবে। দুই-তিন দিনের মধ্যে তালিকা জানতে পারবেন।”

বাদ পড়াদের আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতির ব্যাখ্যা করে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৬ জুন এক বিজ্ঞপ্তিতে বলে, ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সাময়িকভাবে ২১৬৩ জন প্রার্থীকে মনোনীত করে ২০২৪ সালের ২৫ জানুয়ারি সুপারিশ করে।

বিধান অনুযায়ী বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রার্থীদের ‘প্রাক-চরিত্র যাচাই-বাছাই’ করে সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর মধ্যে থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং এজেন্সি রিপোর্ট বিবেচনায় সাময়িকভাবে ৫৯ জনসহ মোট ৯৯ জনকে বাদ দিয়ে অবশিষ্ট ২০৬৪ জন প্রার্থীর অনুকূলে ১৫ অক্টোবর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।

“প্রজ্ঞাপন জারির পর থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই প্রেক্ষিতে সব সমালোচনার ঊর্ধ্বে থেকে ক্লিন ইমেজের প্রার্থী নির্ধারণে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করার নিমিত্ত ৪৩তম বিসিএস এর সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর বিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে প্রাক-চরিত্র পুনরায় অধিকতর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএসআই ও ডিজিএফআই থেকে ২১৬৩ জন প্রার্থীর উপযুক্ততা/অনুপযুক্ততা বিষয়ে প্রতিবেদন পাওয়া যায়। এর মধ্যে ২২৭ জন প্রার্থীর ‘প্রাক-চরিত্র বিষয়ে বিরূপ মন্তব্য (আপত্তি/অসুপারিশকৃত)’ পাওয়া যায়। সে কারণে তাদের ‘সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত’ বিবেচনা করা হয় এবং তাদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। অবশিষ্ট ১৮৯৬ জনকে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

তবে ‘অনুপযুক্ত’ বিবেচিত ২২৭ জনের মধ্যে কেউ পুনর্বিবেচনার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাদ পড়া প্রার্থীরা চলতি সপ্তাহ জুড়ে সচিবালয়ে বিভিন্ন দেন দরবার করে আসছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গেও তারা বৈঠক করেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরামর্শে তারা নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন।

Link copied!