বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সময় বিশ্ববিদ্যালয়টিতে ২০১৯ সালের ১১ অক্টোবর দেওয়া ছাত্র রাজনীতি নিষিদ্ধের ‘জরুরি বিজ্ঞপ্তি’র কার্যকারিতা স্থগিত করা হয়।
সোমবার (১ এপ্রিল) এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশীদ খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
এর আগে বুয়েটে ছাত্র রাজনীতি করার অনুমতি চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। রিটটি দায়ের করেন বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড দেন। পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড। সাজাপ্রাপ্ত আসামিরা ছাত্রলীগের নেতাকর্মী। আবরারকে হত্যার পর পরই বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি উঠতে থাকে। এ পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১১ অক্টোবর দেওয়া ছাত্র রাজনীতি নিষিদ্ধের ‘জরুরি বিজ্ঞপ্তি’ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।