মার্চ ৩০, ২০২৪, ০৫:১৬ এএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাম্পাসে সরকার দলীয় ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক ড. মিজানুর রহমানের পদত্যাগের দাবিতে বুয়েট সংলগ্ন শহীদ মিনারের সামনে অবস্থান করছেন বুয়েটের শিক্ষার্থীরা।
এর আগে গত শুক্রবার ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
আজ শনিবার বুয়েটে টার্ম ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা কেউ পরীক্ষার হলে প্রবেশ করেনি।
আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি উপস্থাপন করেন এবং সকাল ১১ টায় বুয়েট রেজিষ্ট্রেশন অফিসের সামনে সংবাদ সম্মেলন করার ঘোষণা দেয়।