জুলাই ১৬, ২০২৪, ১২:২৪ পিএম
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর প্রগতি সরণীর একাধিক জায়গা অবরোধ করে নর্থ-সাউথ, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও খবর পাওয়া গেছে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়য়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগদান করবে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দাবি করেন, শিক্ষার্থীরা সড়কের একপাশ বন্ধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন সড়কে জড়ো হতে শুরু করলে শিক্ষার্থীরা তা অবরোধ করে।
এদিকে একই কারণে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মাদানী এভিনিউয়ে তাদের ক্যাম্পাসেড় সামনে জড়ো হতে থাকে।