জুলাই ১৮, ২০২৪, ০১:০১ পিএম
মিরপুর-১০ এলাকায় পুলিশের সঙ্গে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মেট্রোরেল সেবা বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেলের পরিচালক (অপারেশন) মো. নাসিরউদ্দিন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়। এর মধ্যেই দুপুরে মিরপুর-১০-এ গোলচত্বরের একটি পুলিশ বক্সে অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে দুপুর দুইটার দিকে মিরপুর-১২ এলাকা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানান মেট্রোরেলের পরিচালক।
দুপুর সোয়া ১২টার পরে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর ১০ নম্বরের দিকে নিয়ে যায়।
এর আগে ১০ নম্বর গোলচত্বরের পশ্চিম পাশে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। জবাবে পুলিশও সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে।
মিরপুর ও এর আশপাশের এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।
গতকাল বুধবার ছুটির দিনেও ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ, সড়ক-মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।