একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৮:০১ পিএম

একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক

ভাষা আন্দোলনে অবদানের জন্য এবারের একুশে পদক (মরণোত্তর) পাচ্ছেন মোতাহার হোসেন তালুকদার, শামছুল হক ও অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ।

শিল্পকলায় অবদানের জন্য এবার সাতজনকে একুশে পদক দেয়া হবে। 

সংগীতে পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা (সুজাতা আজমি),নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দীন জাকী, আবৃত্তিতে ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং আলোকচিত্রে পাভেল রহমানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এ বেসামরিক পুরস্কার দেয়া হবে। 

মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার একুশে পদক পাবেন গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও সৈয়দ ইসাবেলা (মরণোত্তর)।

সাংবাদিকতায় একুশে পদক দেয়া হচ্ছে অজয় দাশ গুপ্তকে। গবেষণায় অবদানের জন্য একুশে পদক পাবেন ডক্টর সমীর কুমার সাহা।

Link copied!