চবির ২ আবাসিক হলে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২২, ১২:১০ পিএম

চবির ২ আবাসিক হলে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্রলীগের ২ উপপক্ষের মধ্যে সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২টি আবাসিক হলে অভিযান চালিয়ে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া জানান, বুধবার মধ্যরাতে সোহরাওয়ার্দী হল ও শাহ আমানত হলে পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।

অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে ২টি রামদা, কিছু কাচের বোতল ও ক্রিকেট খেলার স্ট্যাম্প এবং শাহ আমানত হল থেকে ৩টি রামদা, একটি মদের বোতল, ১৬টি লোহার পাইপ ও রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

১ দিনের ব্যবধানে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২ উপপক্ষের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবদমান দুটি উপপক্ষ হলো, বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)।

বিজয় ও সিএফসি উভয় গ্রুপই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসাবে পরিচিত।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কনসার্টে ঢুকতে না দেওয়ায় এই ২ উপপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রক্টর রবিউল হাসানের ভাষ্য অনুসারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি ২ ভাগে বিভক্ত। একটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও আরেকটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী। এই ২টি পক্ষের আবার ১১টি উপপক্ষ আছে।

Link copied!