নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৮:০০ পিএম

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে বিভিন্ন স্কুল-কলেজের পরীক্ষা শুরু হলে আল্টিমেটাম দিয়ে আন্দোলন থেকে সরে যায় শিক্ষার্থীরা। কিছুদিন আগে ট্রাক চাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের মৃত্যুর পর পুনরায় রাজধানীর রামপুরায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

সে সময় শিক্ষার্থীরা বলেন, সড়ক নিরাপদে আমরা যে ১১ দফা দাবি দিয়েছি সেটির পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি। যতদিন পর্যন্ত সড়কে জনগণের নিরাপত্তায় ১১ দফা দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।আমাদের এই আন্দোলন চালিয়ে যাব।

এসময় খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন,  কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের এক বড় ভাই ট্রাক চাপায় নিহত হয়েছে। এমন মর্মান্তিক মৃত্যু আমরা কখনো দেখতে চাইনি। দেহ থেকে তার মাথা আলাদা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের মা বাবারা তাদের সন্তানদেরকে পাঠায় জ্ঞান অর্জন করার জন্য, দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্যে অথচ সেখানে গিয়ে তারা মৃত্যুবরণ করে।

তিনি আরো বলেন, আমরা ১১দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। নিরাপদ সড়কের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শিক্ষার্থীরা একত্রিত হয়ে এসব দাবিতে  আন্দোলন করেছে। আমরা যে দাবিগুলো নিয়ে আজও রাজপথে আছি যদি আমাদের দীর্ঘদিন রাজপথে থাকতে হয় তাও আমরা রাজপথে থাকবো। 

আন্দোলনের পরবর্তী কর্মসূচির বিষয়ে সোহাগী সামিয়া বলেন, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ই ফেব্রুয়ারি আমরা মধ্য বাড্ডায় অবস্থান কর্মসূচি পালন করবো।

Link copied!