ফুরোলো শীতের গল্প। আগামীকাল ভোর হতেই বসন্তকে বরণ করতে মেতে উঠবে প্রকৃতি। একই দিনে বিশ্বজুড়ে পালিত হবে ভালোবাসা দিবস। বসন্ত ও ভালোবাসার এই দিনে আবহাওয়া নিয়ে দুঃসংবাদই মিললো বলা যায়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বসন্তকালের প্রথম দিনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার দুপুর ৩টা ৩০ মিনিটের পর পশ্চিমবঙ্গের নদীয়া ও চব্বিশ পরগানা জেলার উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি প্রবেশ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বিশেষ করে যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ জেলার উপর হালকা পরিমাণে বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টার মধ্যে এ অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে।
বিকেল ৫টার পর থেকে রাত ১২টার মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের কোন কোন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাত ৩টার পর থেকে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের বেশিরভাগ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।