মেঘলা আকাশ, ফাগুনের বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১০:০১ এএম

মেঘলা আকাশ, ফাগুনের বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

সংগৃহীত ছবি

দেশের নানা জায়গায় এখন চলছে ‘বসন্ত বৃষ্টি’। শীতকে বিদায় আর বসন্তকে স্বাগত জানাতেই হয়ত এই বৃষ্টির আগমন!

আজ সকালে রাজধানীর আকাশ মেঘলা। গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ দেশের নানা স্থানে বৃষ্টি হয়েছিল। আবহাওয়াবিদরা বলছেন, আজ শুক্রবারও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর। সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে আগামী রোববার সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা বেড়ে গিয়ে কমতে পারে দিনের তাপমাত্রা।

Link copied!