তীব্র শীতে কাঁপছে দেশ; চলতি মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৪, ০৪:০৭ এএম

তীব্র শীতে কাঁপছে দেশ; চলতি মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা

সংগৃহীত ছবি

তীব্র শীতে কাঁপছে দেশ। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ মোট ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।

এদিকে আজ এই শীত মৌসুমের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২২ জানুয়ারি) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে। যা গতকাল ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি। দেশে তিন স্থানে এই তাপমাত্রা ছিল- রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছী।

রবিবার দেশের দু–এক স্থানে বৃষ্টি হয়েছে। এ রকম তাপমাত্রা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আগামী বুধবার বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। শিশু ও বৃদ্ধদের অবস্থা বেশি নাজেহাল। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

এ দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁসহ বেশ কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। 

Link copied!