বৈষম্যহীনতার কথা বলে এখনও বৈষম্য করা হচ্ছে: আনু মোহাম্মদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৫, ০২:৫৭ পিএম

বৈষম্যহীনতার কথা বলে এখনও বৈষম্য করা হচ্ছে: আনু মোহাম্মদ

ছবি: সংগৃহীত

বৈষম্যহীনতার কথা বলে এখনও বৈষম্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবীদ অধ্যাপক আনু মোহাম্মদ।

রোববার, ২৩ মার্চ রাজধানীতে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আনু মোহাম্মদ বলেন, আগের সরকারের বেআইনি ও অগ্রহণযোগ্য প্রকল্প এখনও চলমান থাকা দুঃখজনক। স্বাধীনতার ৫৩ বছর পরেও মাঠ-পার্ক রক্ষা করতেও আন্দোলন করতে হওয়াটা লজ্জাকর।

রাজধানী পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের ফ্লাইওভার বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচির ১০০তম দিনে এই বিশেষ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, শহরের মানুষের কথা ভেবে না বরং গুটিকয়েক সুবিধাভোগীদের কথা ভেবেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো অযৌক্তিক প্রকল্প হাতে নিয়েছিল সরকার। যার বিরুদ্ধে বর্তমান সরকারও কোনো ব্যবস্থা নেয়নি।

অতি ব্যয়বহুল ও বিদেশী ঋণনির্ভর প্রকল্প নেওয়ার প্রবণতা থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসাসহ ৯ দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

Link copied!