গরম নিয়ে শেষ যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৯, ২০২৪, ০৩:২৩ পিএম

গরম নিয়ে শেষ যা জানাল আবহাওয়া অফিস

সংগৃহীত ছবি

বৈশাখের গরমে উত্তপ্ত হয়েছে সারা দেশ। দুর্বিষহ গরমে নাকাল জনজীবন। দেশের ৪ জেলার ওপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। একই সঙ্গে সারা দেশেই বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।  এর মধ্যে শুক্রবার গরম আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালীসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়লেও রাতে অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!