এমন তাপপ্রবাহ আরও কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২৪, ০৪:১৬ পিএম

এমন তাপপ্রবাহ আরও কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরও অন্তত তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা ও যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

আজ বুধবার সকালে ডিমলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!