মধ্যরাতে ঝড়-শিলাবৃষ্টি, তবু সকালে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৪, ২০২৪, ১০:০৪ এএম

মধ্যরাতে ঝড়-শিলাবৃষ্টি, তবু সকালে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ছবি: বিবিসি

রাজধানী ঢাকায় মধ্যরাতে শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মার্চ) দিনগত রাত সোয়া ২টা থেকে শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। তবু আজ রবিবার সকালে বায়ু দূষণের দিক থেকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১১তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে সকাল সাড়ে আটটার দিকে ঢাকার স্কোর ১৫২। বায়ুর এ মান অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

আজ সকালে বিশ্বে বায়ুদূষণে  প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ভারতের নয়াদিল্লি ও কঙ্গো প্রজাতন্ত্রের কিনসাসা। শহর দুটির স্কোর যথাক্রমে ২৭৩ ও ১৬৮।

আইকিউএয়ার সম্প্রতি ২০২৩ সালের বিশ্বের বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দিয়েছে। সেখানে দেখা যায়, বায়ুদূষণে গত বছর শীর্ষে ছিল বাংলাদেশ। দ্বিতীয় স্থানে পাকিস্তান। আর রাজধানী শহর হিসেবে ঢাকার স্থান বিশ্বে দ্বিতীয়। আর শীর্ষে ছিল ভারতের দিল্লি।

এদিকে, শনিবার সন্ধ্যা ৬টায় সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।

সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলি ও বদলগাছীতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!