করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার দেশব্যাপী পালিত হয়েছে বুস্টার ডোজ দিবস। এদিন ৫৬ লাখের বেশি মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা পেয়েছেন তিন কোটি ৬১ লাখেরও বেশি মানুষ।
মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এর আগে সারা দেশে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয় সকাল নয়টায় চলে বিকেল পর্যন্ত।
এর আগে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে একদিনে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। সে অনুযায়ী ১৭ লাখ টিকা দেওয়া এখনও বাকি রয়েছে। তাই আগামী আরও দুই দিন এই বিশেষ ক্যাম্পেইন চলবে।