ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় বুধবার সকাল পর্যন্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ নিয়ে এ বছর বাংলাদেশে মশাবাহিত এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ জনে।
একই সময়ে হাসপাতালগুলোতে নতুন করে ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে এ বছরের মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯২,২১৭ জন, বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
নতুন মৃত্যুর ঘটনাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা ও খুলনা বিভাগে রেকর্ড করা হয়েছে।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২,২১৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।
গত বছর একই সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়, এবং মোট রোগী ছিলেন ১,০১,২১৪ জন; সুস্থ হয়েছেন ১,০০,০৪০ জন।