চলতি বছরে ৫০ ভাগ মানুষ টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১০, ২০২১, ০৩:৫৮ এএম

চলতি বছরে ৫০ ভাগ মানুষ টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছরের  শেষ নাগাদ দেশের প্রায় ৫০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছরের শিশুশিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে বলেও  তিনি জানান।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কেথা বলেন।

জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠান শেষে সদর ও সাটুরিয়া উপজেলার ১৭৬টি পূজামণ্ডপের প্রতিটিতে সরকারি অনুদান হিসেবে ৫০০ কেজি চাল দেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ২৫ ভাগকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ সব মিলিয়ে প্রায় পাঁচ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া গেলে পুরো দেশেই সংক্রমণ নিয়ন্ত্রণে এসে যাবে। যে পরিমাণ ডোজ অর্ডার দেওয়া হয়েছে, তাতে ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে দেওয়া যাবে।’

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে জানিয়ে জাহিদ মালেক বলেন, জনসংখ্যার অনুপাতে বাংলাদেশকে ২০ ভাগ টিকা দেওয়া হচ্ছে। তারা আমাকে আশ্বস্ত করেছে যে আমাদের বিনা মূল্যে ৪০ ভাগ টিকা দেবে।’

প্রতিটি ধর্মই শান্তি ও মানবসেবার কথা বলে উল্লেখ করে সনাতন ধর্মালম্বীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদ্‌যাপন করতে হবে। প্রতিটি পূজামণ্ডপের আয়োজকদের স্বাস্থ্যবিধি প্রতিপালনের ব্যবস্থা করতে হবে।’

Link copied!