বিএসএমএমইউতে ‘লিঙ্গ রূপান্তরে’ বহির্বিভাগ চালু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২১, ০৯:০৬ এএম

বিএসএমএমইউতে ‘লিঙ্গ রূপান্তরে’ বহির্বিভাগ চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসার জন্য ডিসঅর্ডার অব সেক্স ডেভেলপমেন্ট বহির্বিভাগ চালু হয়েছে। এর মাধ্যমে তৃতীয় লিঙ্গের শিশুরা চিকিৎসার মাধ্যমে পূর্ণাঙ্গ নারী অথবা পুরুষে রূপান্তরিত হতে পারবেন।

রোববার (২১ নভেম্বর) বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বহির্বিভাগ উদ্বোধন করেন। একইসঙ্গে পেডিয়াট্রিক (শিশু) ইউরোলজি ডিভিশন, নিউনেটাল (নবজাতক) সার্জারি ডিভিশন ও পেডিয়াট্রিক সার্জিক্যাল অনকোলজি বিভাগ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, “রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার নিয়ে মানুষ অনেক কিছুই জানেন না। সমাজে হিজরা নামে পরিচিতরা চাইলে চিকিৎসার মাধ্যমে পূর্ণাঙ্গ নারী অথবা পুরুষে রূপান্তরিত হতে পারেন। তবে এজন্য শিশুকালেই শিশু সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। বিষয়টি নিয়ে অভিভাবক ছাড়াও শিশু ও নবজাতক বিষয়ের চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।”

ক্লিনিক স্থাপনের কারণ তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি ও শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন বলেন, “তৃতীয় লিঙ্গসহ অপূর্ণাঙ্গ বা ত্রুটিপূর্ণ লিঙ্গ নিয়ে জন্মগ্রহণকারী শিশুদের শারীরিক ফেনোটাইপ বা বাইরের প্রজনন অঙ্গ ও জেনোটাইপ বা জিনগত ভেতরের প্রজনন অঙ্গ অনুযায়ী সার্জারিসহ প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে পূর্ণাঙ্গ লিঙ্গে রূপান্তর সম্ভব। এটি বাস্তবায়নে এ ক্লিনিক চালু করা হয়েছে।”

অধ্যাপক জাহিদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক।

Link copied!