জানুয়ারি ২২, ২০২৩, ০৮:১৪ পিএম
আবারও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা। এবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী লস অ্যাঞ্জেলেসে বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। যুক্তরাষ্ট্রে এনিয়ে চলতি মাসে পঞ্চম বারের মতো বন্ধুক হামলার ঘটনা প্রত্যক্ষ করলো মার্কিনীরা।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসনিউজ’র প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলসের একাটি বলরুম ড্যান্স ক্লাবে চাইনিজ লুনার নিউ ইয়ারের অনুষ্ঠান চলছিল। ক্যালিফোর্নিয়ার মন্টিরে পার্কে নববর্ষের অনুষ্ঠানেই গুলি চালনার ঘটনা ঘটলো। স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে এক বন্দুকধারী গুলি চালালে ১০ জনের মৃত্যু হয়। আহত হয় ১০ জনেরও বেশি।
খবর পেয়েই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। তবে গুলি চালনায় অভিযুক্ত বন্দুকধারীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চিনের লুনার নববর্ষ উদযাপনের জন্য মন্টিরে পার্কে প্রায় হাজার খানেক চিনা নাগরিক ভিড় জমিয়েছিলেন। সবাই যখন উৎসবের মেজাজে তখনই চলতে থাকে বন্দুকধারীর গুলি।
গুলিতে কত জনের মৃত্যু হয়েছে তার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি প্রাদেশিক পুলিশ ডিপার্টমেন্ট। তবে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ১৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। যদিও মৃত্যু ও আহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে থাকা এক প্রত্যক্ষদর্শী দাবি করেনে, ওই আততায়ী মেশিনগান নিয়ে এসেছিল। সেখানকার একটি ড্যান্স বারে এই গুলি চলে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি ৬-৭ রাউন্ড গুলি চলার শব্দ পেয়েছেন। তবে এই ঘটনা ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গেলেও ঘটনা নিয়ে কোনও তথ্য সামনে আসেনি। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। ক্যালিফোর্নিয়ার মন্টিরে-কে অন্যতম নিরাপদ শহর হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এমতাবস্থায় এ রকম ঘটনা ঘটার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।