ইউক্রেনে আরও ৬০টি ট্যাংক পাঠাবে পোল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ১১:৩১ পিএম

ইউক্রেনে আরও ৬০টি ট্যাংক পাঠাবে পোল্যান্ড

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি কানাডিয়ান এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনকে আরও ৬০টি ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ মুহূর্তে ইউক্রেনকে ৬০টি অত্যাধুনিক ট্যাংক পাঠাতে প্রস্তুত রয়েছে পোল্যান্ড। এর মধ্যে ৩০টি পিটি-৯১ মডেলের। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি টুইটারে পোলিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। পোলিশ ভাষায় তিনি লিখেছেন, ইউক্রেনের কাছে ৬০টি পোলিশ ট্যাঙ্ক হস্তান্তর করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ। তিনি বলেন, ১৬০ বছর আগের মত, আমরা একসাথে আছি, কিন্তু এইবার শত্রুর কোন সুযোগ নেই। একসাথে আমরা জিতব!

জেলেনস্কি বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রাশিয়াকে দাঁড় করাতে অংশীদারদের অবশ্যই ‘আরও কঠোর’ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ‘যারা সত্যিই আমাদের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, যারা ইউক্রেনে প্রয়োজনীয় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের গতি বাড়িয়েছে এবং যারা সন্ত্রাসী রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়াতে ইচ্ছুক, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র, জার্মানি ও কানাডার পক্ষ থেকে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার কথা জানানো হয়েছে।

Link copied!