দুটি সড়ক দুর্ঘটনায় ভারতে তীর্থযাত্রীসহ ৩১ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২২, ১০:৫৯ এএম

দুটি সড়ক দুর্ঘটনায় ভারতে তীর্থযাত্রীসহ ৩১ জনের মৃত্যু

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ভারতের উত্তর প্রদেশের কানপুরে ৩১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। শনিবার রাতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে ও ট্রাক-টেম্পোর সংঘর্ষে এ দুটি দুর্ঘটনা ঘটে।

উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফেরার সময় কানপুরের ঘাটমপুর এলাকায় ৫০ জন তীর্থযাত্রী নিয়ে একটি ট্রাক্টর পুকুরে উল্টে পড়ে যায়। তাদের মধ্যে অন্তত ২৬ জনের মৃত্যু ঘটেছে যার মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ২৭ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রমে গাফিলতির জন্য সরহ থানার স্টেশন ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে বলে জানায় পুলিশ।

 

এরই কয়েক ঘণ্টা পর অহিরওয়ান ফ্লাইওভারের কাছে ঘটে দ্বিতীয় সড়ক দুর্ঘটনাটি। দ্রুতগামী একটি ট্রাক লোডার টেম্পোকে ধাক্কা দিলে ৫ জন নিহত ও ৭ জন আহত হয়। পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা নিয়ে শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে টুইটারে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ‘কানপুরে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনায় শোকাহত। প্রিয়জনদের যারা হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। আহতদের আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন সকল দায়িত্ব পালন করছে।’

এ দিকে, উদ্ধারকাজের তদারকি করার জন্য মন্ত্রী রাকেশ সাচান এবং অজিত পালকে দুর্ঘটনাস্থলে পাঠান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যবাসীর কাছে যাতায়াতের জন্য ট্রাক্টর ট্রলি ব্যবহার না করার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Link copied!