পাকিস্তানে ফের পুলিশ লাইনসে শক্তিশালী বিস্ফোরণ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০২:৩৯ এএম

পাকিস্তানে ফের পুলিশ লাইনসে শক্তিশালী বিস্ফোরণ

পাকিস্তানে পুলিশের ওপর হামলা যেন থামছেই না। পেশোয়ারের মসজিদ বিস্ফোরণ ঘটনার এক সপ্তাহের মাথায় বেলুচিস্তানে কোয়েটায় পুলিশ লাইনসের কাছে এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।

উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা ইধি ফাউন্ডেশনের কর্মী জিশান আহমেদ বলেছেন, আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের একাধিক দল বিস্ফোরণস্থলে পৌঁছেছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছেন।

পুলিশ এখনও এ ঘটনা নিয়ে কিছু বলেনি, বিস্ফোরণের ধরনও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

এদিকে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) রোববার এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে বলেছে, নিরাপত্তা কর্মকর্তারা তাদের এই হামলার লক্ষ্য ছিল।

এর আগে ৩০ জানুয়ারি পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনসের ভেতরে একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদে জোহরের নামাজ চলাকারে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় শতাধিক মৃত্যু ঘটে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।  

Link copied!