বিজেপির কেন্দ্রীয় কমিটিতে ‘ফাটাকেষ্ট’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২১, ১১:২৪ পিএম

বিজেপির কেন্দ্রীয় কমিটিতে ‘ফাটাকেষ্ট’

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন ‘ফাটাকেষ্ট’ খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ৮০ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করে দলটি।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে চলতি বছরের ৭ মার্চ বিজেপির কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপির নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছিলেন তিনি। তখন গুঞ্জন উঠেছিল, বিজেপি জিতলে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে নির্বাচনে বিজেপির পরাজয়ে মুখ্যমন্ত্রী হয়ে উঠা হয়নি তার।

দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যুক্ত মিঠুন চক্রবর্তী। প্রথমে বামপন্থী রাজনীতি করলেও পরে সিপিএম ও তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। সর্বশেষ তিনি বিজেপিতে নাম লেখান।

এছাড়া মিঠুন চক্রবর্তী ২৫ বছর সর্বভারতীয় মজদুর ইউনিয়নের সভাপতিও ছিলেন।

Link copied!