ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকেরা আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘রেল রোখো’ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন।
তবে চলমান কৃষক আন্দোলন নিয়ে সোমবার রাজ্যসভায় এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশে নতুন এক ধরনের লোক দেখা যাচ্ছে, যারা কোনো না কোনো আন্দোলন ছাড়া থাকতে পারেনা।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)-তে প্রকাশিত এক ভিডিও বার্তায় সংযুক্ত কৃষক মোর্চার নেতা দর্শন পাল মোদীর কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী আন্দোলনরত কৃষকদের উদ্দেশে একথা বলেছেন। তিনি আন্দোলনকারী কৃষকদের ‘আন্দোলনজীবী’ বলে কটাক্ষ করেছেন।
দর্শন পাল আরও বলেন, এটা পরিষ্কার, নতুন আইন অনুযায়ী কৃষক ক্ষতিগ্রস্ত হবে, আর বেসরকারি পুঁজিপতিরা একচেটিয়া লাভবান হবে।
তারা এক বিবৃতিতে আরও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজস্থান থেকে কেন্দ্রকে আর কোনও কর দেওয়া হবেনা।
তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া