মিয়ানমার: রোহিঙ্গাদের ‘ন্যায়বিচারের আশ্বাস’ জান্তাবিরোধী নেতার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২১, ০৪:০৮ পিএম

মিয়ানমার: রোহিঙ্গাদের ‘ন্যায়বিচারের আশ্বাস’ জান্তাবিরোধী নেতার

মিয়ানমারে বেসামরিক সরকারের আমলে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ন্যায়বিচারের আশ্বাস দিলেন জান্তাবিরোধী বিক্ষোভকারী এক নেতা। বুধবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান।

ডা. সাসা নামে প্রকাশিত ওই পোস্টে বলা হয়েছে, ‘সামরিক সরকারের হাতে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীও নিপীড়নের শিকার হয়েছে। তারা রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করবেন।’ ওই পোস্টে আরও বলা হয়, ‘মিয়ানমারের মহান ও বীর জনগণের বিরুদ্ধে সামরিক জেনারেলরা যে যুদ্ধাপরাধ, নৃশংসতা ও  মানবতাবিরোধী অপরাধ করেছে সেগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হবেন না।’

সাসা যে গোষ্ঠীর পরিচয়ে কথা বলেছেন সেটাতে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানে উৎখাত হওয়া বেসামরিক সরকারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন। তার বিরুদ্ধে সেনাবাহিনী ষড়যন্ত্রের অভিযোগ এনেছে তাই তিনি আত্মগোপনে রয়েছেন।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়ে হাজার হাজার রোহিঙ্গা। ফাইল ছবি।

২০১৭ সালে সেনাবাহিনীর অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ তদন্তকারীরা বলেছেন, গণহত্যার উদ্দেশ্য নিয়েই এই অভিযান পরিচালনা করেছিল মিয়ানমারের সেনাবাহিনী। কিন্তু সেসময়ের বেসামরিক সরকারের নেতা ও দেশটির গনতন্ত্রকামী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকার সেনাবাহিনীকে সমর্থন দিয়েছেন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করেছেন। হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতেও রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সু চি। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানে আগে সেনাবাহিনী তাকে বন্দি করেছে।

অভ্যুত্থানের পর হতেই রাজপথে বিক্ষোভ করছেন জান্তাবিরোধীরা। দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের অ্যাক্টিভিস্ট গোষ্ঠী জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্তত অন্তত ২৭৫ জন জন নিহত হয়েছে।

সূত্র: রয়টার্স।

 

Link copied!