 
						
                            
                                                        মেক্সিকোয় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ৫৩ জন। নিহতদের বেশিরভাগই মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী। এ ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মেক্সিকোর চিয়াপাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সীমান্তের উদ্দেশে যাওয়ার সময় তাদের বহনকারী ট্রাকটি তীক্ষ্ণ একটি বাঁকের কাছে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গারসিয়া জানান, “টাক্সটলা গুতেরেস শহরের বাইরে সড়কের একটি তীক্ষ্ণ বাঁকে ট্রাকটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।”
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এক টুইটবার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ‘অত্যন্ত বেদনাদায়ক’ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
মধ্য আমেরিকার দারিদ্র্য ও সহিংসতা থেকে পালিয়ে আসা অভিবাসনপ্রত্যাশীরা সাধারণত মেক্সিকো হয়ে মার্কিন সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে। এজন্য তারা পাচারকারীদের মাধ্যমে কখনও কখনও বড় ট্রাকে গাদাগাদি করে মার্কিন সীমান্তের উদ্দেশে রওনা হয়।
মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট জানিয়েছে, তারা দুর্ঘটনায় বেঁচে যাওয়া লোকজনের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে এবং ভিসা দেবে। আর, চিয়াপাস প্রদেশের গভর্নর রুতিলিও এসকান্দন বলেছেন—দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।
মেক্সিকো হয়ে ট্রাকে গাদাগাদি করে অভিবাসনপ্রত্যাশীদের পথ পাড়ি দিতে দেখা দেশটির সংশ্লিষ্ট কর্মকতাদের জন্য নিয়মিত ঘটনা। গত মাসে মেক্সিকোর পূর্বাঞ্চলে ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে দুটি ট্রাকের পেছনে লুকানো অবস্থায় পাওয়া গিয়েছিল।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ উল্লেখ করে টুইটারে লিখেছেন, তিনি এজন্য ‘গভীরভাবে শোকাহত’।
সূত্র: রয়টার্স
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    