নির্বাচনে হেরে পাকিস্তানে তিন রাজনৈতিক দলের প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১১:০৫ এএম

নির্বাচনে হেরে পাকিস্তানে তিন রাজনৈতিক দলের প্রধানের পদত্যাগ

জাহাঙ্গীর তারিন, সিরাজুল হক ও পারভেজ খাত্তাক (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

পাকিস্তানে তিনটি রাজনৈতিক দলের প্রধানেরা পদত্যাগ করেছেন। জাতীয় নির্বাচনে হাতাশাজনক ফল করায় তারা গতকাল সোমবার (১২ ফ্রেবুয়ারি) পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ডনের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এই তিন রাজনীতিক হলেন ইস্তেহকাম-ই-পাকিস্তানের (আইপিপি) প্রধান জাহাঙ্গীর তারিন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্লামেন্টারিয়ানের (পিটিআই-পি) কেন্দ্রীয় চেয়ারম্যান পারভেজ খটক ও জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক।

তাঁদের মধ্যে জাহাঙ্গীর তারিন ও পারভেজ খটক জানিয়েছেন, তাঁরা আর রাজনীতি করবেন না।

প্রতিবেদনে জানিয়েছে, দলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) প্রধান পৃষ্ঠপোষক জাহাঙ্গীর তারিন। তিনি আর রাজনীতি করবেন না বলেও ঘোষণা দিয়েছেন। দেশের সবচেয়ে ধনী শিল্পপতিদের একজন তারিন ২০১১ সালে পিটিআইতে যোগ দেন এবং দলটির সাধারণ সম্পাদক হন। পিটিআইয়ের ২০১৮ সালের নির্বাচনী সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

তারিন পিটিআই নেতা ইমরান খানের নিকটতম সহযোগীদের অন্যতম ছিলেন। ২০২৩ সালে ইমরান খানের দল থেকে বেরিয়ে যান তিনি। পরে ওই বছরের জুনে নিজের রাজনৈতিক দল আইপিপি গঠন করেন তিনি। গত বছরের ৯ মের সহিংসতার পর পিটিআই থেকে সরে আসা অনেক রাজনীতিবিদ আইপিপিতে যোগ দেন।

এদিকে, নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ইসলামপন্থি রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামির নেতা সিরাজুল হক। এবারের জাতীয় পরিষদ নির্বাচনে একটি আসনেও জয় পায়নি দলটির প্রার্থীরা। তবে প্রাদেশিক পরিষদের পাঁচটি আসনে জয় পেয়েছে জামায়াত।

পাকিস্তানের আরেক রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্লামেন্টারিয়ানসের প্রধান পারভেজ খাত্তাকও রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে দলের নতুন চেয়ারম্যান নির্বাচিত করার জন্য পিটিআই-পি’র কার্যনির্বাহী কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের পর পাকিস্তানে সরকার গঠন করা নিয়ে ব্যাপক রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে জোট সরকার গঠনে দলগুলোর মধ্যে চলছে ব্যাপক দর কষাকষি।

Link copied!