পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৫:১১ এএম

পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট

ক্যাটালিন নোভাক।

শিশু যৌন নিপীড়নকারীকে ক্ষমা প্রদর্শন করে জনরোষের মুখে পড়েছিলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। বাধ্য হয়ে পদত্যাগ করলেন তিনি।

হাঙ্গেরির প্রেসিডেন্ট ৪৬ বছর বয়সি ক্যাটালিন নোভাক সম্প্রতি একটি টিভি চ্যানেলে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২০২২ সাল থেকে তিনি প্রেসিডেন্ট পদে রয়েছেন।

হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নোভাক ২০২২ সালের মার্চে দায়িত্ব নেন। শিশু যৌন নিপীড়নের মামলায় একটি অনাথ আশ্রমের সহকারী পরিচালককে ক্ষমা করেন নোভাক। ওই অভিযুক্ত ব্যক্তি তাঁর বসের যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপ দেন।

গত বছরের এপ্রিলে পপ ফ্রান্সিসের বুদাপেস্ট সফরের সময় অনাথ আশ্রমের ওই সহকারী পরিচালককে ক্ষমা করা হয়। গত সপ্তাহে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নোভাকের পদত্যাগের আহ্বান জানিয়েছে হাঙ্গেরির প্রধান বিরোধী দলগুলো।

ওয়ার্ল্ড ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে শুক্রবার কাতারে ছিলেন নোভাক। জনগণের আন্দোলনের মুখে তিনি দ্রুত বুদাপেস্টে আসেন। দেশ পৌঁছেই পদত্যাগের ঘোষণা দেন নোভাক। 

Link copied!