 
						
                            সংগৃহীত
ইসরাইলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল ক্যাটজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) পার্লামেন্টে শপথ নিয়েছেন। গাজা যুদ্ধ চলাকালে আস্থায় ফাটল ধরায় তার পূর্বসূরী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 
জেরুজালেম থেকে এএফপি জানায়, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা চালানোর পর হামাসের বিরুদ্ধে গাজায় ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক অভিযানের বিভিন্ন বিষয়ে মতোবিরোধ ও ব্যবধান সৃষ্টি হওয়ায় মঙ্গলবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গ্যালান্টকে প্রতিরক্ষা মন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন। 
গ্যালান্টের স্থলাভিষিক্ত হয়ে ইসরাইলের শত্রুদের পরাজিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এতদিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ইসরাইল ক্যাটজ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার উত্তরসূরি নিযুক্ত করা হয়েছে গিডিয়ন সারকে। 
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্যাটজের শেষ দিনে ইসরাইলি পুলিশ পূর্ব জেরুজালেমের এক ফরাসি মালিকানাধীন গির্জার কম্পাউন্ডে প্রবেশ করে দুই ফরাসি সৈনিককে আটক করলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট অধিকৃত পূর্ব  জেরুজালেমের এলিওনা চার্চ কম্পাউন্ডের এক নির্ধারিত সফর ত্যাগ করতে বাধ্য হন। ঘটনাটি ফ্রান্সের সাথে কূটনৈতিক টানাপোড়নের জন্ম দেয়। 
বৃহস্পতিবার ক্যাটজের সাথে এক আলাপকালে ব্যারোট বলেন ‘ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে ‘উপনিবেশকরণ’, ‘মানবিক সহায়তার ক্ষেত্রে বিধিনিষেধ’ এবং ‘উত্তর গাজায় বিমান হামলা অব্যাহত রাখাকে ইসরাইলের নিরাপত্তার ঝুঁকির কারণ বলে ইঙ্গিত দেন তিনি।
ইসরাইলের সব রাজনৈতিক বিরোধী নেতারা তীব্র যুদ্ধ চলাকালীন প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রতিবাদ জানায় এবং হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমে আসে।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    