ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ

গাজায় ‍‍‘গণহত্যার‍‍’ প্রতিবাদে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১১:৩৯ এএম

গাজায় ‍‍‘গণহত্যার‍‍’ প্রতিবাদে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ছবি: সংগ্রহীত

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম  এশতায়েহ পদত্যাগ করেছেন। গাজায় যুদ্ধ, গণহত্যা ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধিকে কেন্দ্র করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

প্রতিবেদনটিতে আরও জানা যায়, পদত্যাগ পত্র জমা শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মোহাম্মদ এশতায়েহ। তিনি বলেন, আমি প্রেসিডেন্টের (মাহমুদ আব্বাস) কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছি।

তিনি জানান, মূলত পশ্চিম তীর ও জেরুজালেমে নজিরবিহীন উত্তেজনা ও গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারের ঘটন্স্য পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন।

এশতায়েহ আরও বলেন, “আমি উপলব্ধি করেছি যে, উদ্ভূত চ্যালেঞ্জগুলোর জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন; যা গাজায় উদ্ভূত নতুন বাস্তবতাকে আমলে নেবে, ফিলিস্তিনিদের মধ্যে ঐকমত্য গড়ে তুলবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। ”

ফিলিস্তিনি কর্তৃপক্ষে রদবদল এবং যুদ্ধ–পরবর্তী ফিলিস্তিনকে পরিচালনায় একটি রাজনৈতিক কাঠামোর ব্যাপারে কাজ শুরু করতে মাহমুদ আব্বাসের ওপর যখন মার্কিন চাপ জোরালো হচ্ছে, তখনই এমন বক্তব্য দিলেন এশতায়েহ।

প্রসঙ্গত, গত বছরের ৭ই অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পর থেকেই গাজা ও ফিলিস্তিনের পশ্চিম তীর অবরুদ্ধ করে লাগাতার হামলা ইসরাইলের সৈন্যরা। এ হামলায় সর্বশেষ তথ্যমতে প্রায়  ২৯ হাজারেরর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, এ পর্যন্ত আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।   

Link copied!