মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে ‘রেড অ্যালার্ট’

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২৪, ০৫:১৪ পিএম

মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে ‘রেড অ্যালার্ট’

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে টানা বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরটিতে ব্যাপক জলাবদ্ধতার কারণে দেশটির বৃহত্তম নগরীর ট্রেন পরিষেবায় বিঘ্ন ও বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। অসহনীয় যানজটে নাকাল হচ্ছে মুম্বাইবাসী।

গতকাল সোমবার রাত একটা থেকে মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাতটা পর্যন্ত ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩০০ মিলিমিটারেরও বেশি। পরবর্তীতে নগর জুড়ে ও এর আশেপাশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। এদিকে জলাবদ্ধ রাস্তায় হাঁটতে গিয়ে মুম্বাইয়ে প্রাণ হারান একজন নারী। নগরীর প্রতিটা রাস্তায় জমে আছে কোমর সমান পানি। তলিয়ে গেছে বহু নিচু এলাকা। এ-অবস্থার মধ্যেই যাতায়াতে বাধ্য হচ্ছে মুম্বাইবাসী।

সোমবার দিনব্যাপী বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে মুম্বাই নগরীর বাসিন্দারা। জনস্বাস্থ্য বিবেচনায় বন্ধ রাখা হয়েছে এখানকার স্কুলগুলোও। রেলপথ ডুবে যাওয়ায় পরিস্থিতি সামলাতে বেগ পাচ্ছে কেন্দ্রীয় রেল পরিষেবা। নিচু এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প বসিয়ে পানি সরানোর চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। একাধিক স্থানে লোকাল ট্রেনগুলো ঘণ্টার পর ঘণ্টা লাইনের ওপরেই দাঁড়িয়ে থাকায় হাজারো রেলযাত্রী পড়েছে বিপাকে। এদিকে অন্যান্য রাজ্য থেকে মুম্বাইয়ের দিকে ছেড়ে আসা বহু ট্রেন পথে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে। এ ছাড়া টানা বৃষ্টির কারণে নিম্ন-দৃশ্যমানতার কারণে মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট পরিষেবা মারাত্মক বিঘ্নিত হচ্ছে। বৃষ্টির কারণে রানওয়ে বন্ধ রাখায় বাতিল করা হয়েছে প্রায় অর্ধশত ফ্লাইট।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

Link copied!