সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যাওয়া ইরানের কূটনীতিকদের সেখানকার কস্টকো ও অন্যান্য সুপারস্টোর থেকে বিলাসবহুল পণ্য কেনাকাটার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
সোমবার, ২৩ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগটের বরাত দিয়ে আজ সিএনএন এ তথ্য জানায়।
এক বার্তায় তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের যোগ দেওয়া ইরানি কর্মকর্তারা নিউইয়র্কে তাদের থাকার জায়গা থেকে শুধুমাত্র জাতিসংঘ সদরদপ্তরের আশেপাশের এলাকায় চলাচল করতে পারবে।
মার্কিন সরকার এর আগেও ইরানি প্রতিনিধি দলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়।
নিউইয়র্কে ইরানি মিশনের কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়া কর্তাব্যক্তিদের কস্টকো, স্যাম’স ক্লাব অথবা বিজে’স হোলসেল ক্লাবের সদস্যপদ নেওয়া ও সেসব সুপারস্টোর থেকে কেনাকাটার আগে মার্কিন প্রশাসনের অনুমতি নিতে হবে বলেও সেই বার্তায় উল্লেখ করা হয়েছে।
ইরানি কর্মকর্তারা এক হাজার ডলারের বেশি দামের ‘বিলাসবহুল পণ্য’ যেমন ঘড়ি, লেদার ও সিল্কের জামা, অলঙ্কার, পারফিউম, ইলেক্ট্রনিক্স পণ্য, অ্যালকোহল বা ৬০ হাজার ডলারের বেশি দামের গাড়ি কিনতে চাইলে অবশ্যই মার্কিন প্রশাসনের অনুমতি নিতে হবে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানে অনেক পণ্য পাওয়া যায় না। তাই সেদেশের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে এলে প্রচুর কেনাকাটা করেন বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।
‘ইরানের জনগণ যখন দারিদ্র, ভঙ্গুর অবকাঠামো এবং পানি-বিদ্যুতের ভয়াবহ ঘাটতি মোকাবিলা করছে তখন দেশটির শাসকদের নিউইয়র্কে কেনাকাটা করতে দেব না,’ যোগ করেন মুখপাত্র পিগট।