ভারতের পাঞ্জাব প্রদেশে লুধিয়ানায় আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। বিস্ফোরণস্থল থেকে তাড়াহুড়ো করে লোকজন বেরিয়ে আসার সময় পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন অনেকে।
ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি এবং সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে পাঞ্জাবের লুধিয়ানা জেলার আদালত ভবনের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
তবে কীভাবে বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আপাতত পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিস্ফোরণের পরপরই লুধিয়ানা জেলা পুলিশ ও স্থানীয় থানার বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে যায়।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এই ঘটনা কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। সেখানে আদালতের ক্যান্টিন আছে। ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটেছে কিনা তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।
নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।