জুলাই ৩, ২০২৩, ০৮:৩৩ পিএম
সংগৃহীত ছবি
রাশিয়া ও ইউক্রেনের সৈন্যরা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে কিয়েভ দাবি করছে গত সপ্তাহে পূর্ব ও দক্ষিণের ৩৭ দশমিক ৪ বর্গ কিলোমিটার হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করেছে তাদের সৈন্যরা। রুশ দখলকৃত বাখমুতের ভেতরেও ইউক্রেনীয় সৈন্যরা এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার।
উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে বিবৃতিতে বলেছেন, আদেশ অনুযায়ী ইউক্রেনীয় বাহিনী বাখমুতের ভেতরে অগ্রসর হচ্ছে। রুশ বাহিনী ডনেস্ক অঞ্চলের লাইমান, আভদিভকা এবং মারিঙ্কার দিকে হামলা জোরদার করছে। সেখানে দুইপক্ষের ভারী লড়াই চলছে এখন। কিন্তু কৌশলে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইউক্রেন।
তিনি আরও জানান, পূর্বাঞ্চলের পাশাপাশি ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ২৮ দশমিক ৪ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করেছে জেলেনস্কির বাহিনী। এখন পর্যন্ত ১৫৮ দশমিক ৪ কিলোমিটার নিজেদের আয়ত্ত্বে নিয়েছে বলে জানান হান্না মালিয়ার।
অবশ্য এ বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনের রণাঙ্গনে নিজেদের কী পরিস্থিতি এ বিষয়ে গত কয়েকদিন তেমন প্রতিক্রিয়া দেখায়নি দেশটি।