চীনে এক মাসে করোনায় ৬০ হাজার মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৩, ০৭:১৯ পিএম

চীনে এক মাসে করোনায় ৬০ হাজার মৃত্যু

চীনে গত এক মাসে প্রায় ৬০ হাজার মানুষ করোনায় মারা গেছেন। সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের কর্মকর্তারা জানিয়েছেন—'করোনাজনিত' রোগে গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৫৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ হাজার ৫০৩ জন করোনার কারণে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ও ৫৪ হাজার ৪৩৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ৮ ডিসেম্বর থেকে করোনায় মাত্র ৩৭ জনের মৃত্যু হয়েছে। যদিও এ সময়ে দেশটিতে করোনার প্রাদুর্ভাব ব্যাপক হারে বেড়েছে।

প্রায় তিন বছর ধরে লকডাউন, কোয়ারেন্টাইনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সরকার। গত বছরের শেষ দিকে এসব বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দেশটির জনগণ। নজিরবিহীন বিক্ষোভ ও প্রতিবাদের মুখে গত বছরের ৭ ডিসেম্বর সেই ‘শূন্য কোভিড’ নীতি থেকে সরে আসে শি জিনপিং প্রশাসন।

এরপর দেশটিতে আবারও ভাইরাসটির ব্যাপক প্রকোপ শুরু হয়।

Link copied!