আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, নারী সাংবাদিক ও উপস্থাপিকাদেরও হিজাব পরে টেলিভিশন পর্দায় আসার নির্দেশ দেওয়া হয়েছে। তালেবান সরকার নতুন করে এই নিয়ম জারি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আফগান টেলিভিশন স্টেশনগুলোর জন্য যে নতুন নির্দেশনা জারি করেছে তালেবান, সেখানে মোট আটটি বিধিনিষেধ দেওয়া হয়েছে। তাতে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, নারী সাংবাদিক ও উপস্থাপিকাদের হিজাব পরার নির্দেশ দেয়া হয়েছে।
তবে তাদের মুখঢাকা বোরকা পরতে হবে, না শুধু মাথা ঢাকলেই চলবে, সে বিষয়টি তালেবানের নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।
গত আগস্টের মাঝামাঝিতে তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরলে নারীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় উদ্বেগ। দেশটির নারী রাজনীতিবিদদের অনেকেই দেশ ছাড়েন। অনেক নারী ক্রীড়াবিদ, অভিনয় শিল্পী, সাংবাদিক, অধিকারকর্মীদের চলে যান আত্মগোপনে।
উল্লেখ্য, ১৯৯০-এর দশকে তালেবান সরকার তাদের আগের শাসনামলে, নারীদের শিক্ষা গ্রহণ ও বাইরে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।