পাকিস্তানে জোড়া রাজত্ব: বাবা প্রধানমন্ত্রী, ছেলে মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ০২:৪৭ এএম

পাকিস্তানে জোড়া রাজত্ব: বাবা প্রধানমন্ত্রী, ছেলে মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ শরিফ পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় শনিবার পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটাভুটিতে ১৯৭ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন হামজা শরিফ।

হামজা পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা ও ইমরানবিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদে প্রার্থী ছিলেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই- ইনসাফ (পিটিআই) পার্টির মুখ্যমন্ত্রী প্রার্থী ছিলেন প্রাদেশিক স্পিকার পারভেজ এলাহী।  

পাকিস্তানের শরিফ পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন হামজা শরিফ। এর আগে হামজার বাবা ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দফায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। এরও আগে, শাহবাজের বড় ভাই, পিএমএলের (এন) সর্বোচ্চ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী  নওয়াজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নওয়াজ শরিফ পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীও ছিলেন।  

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১১টায় প্রাদেশিক পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও  দেরিতে অধিবেশন শুরু হয়। পরে অধিবেশনস্থলে পিটিআই ও পিএমএলের (এন) পক্ষের সদস্যদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি ও হট্টগোল হয়।শেষ পর্যন্ত ডেপুটি স্পিকারের সভাপতিত্বে মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

Link copied!