পার্লামেন্টে মাফিয়াদের করা নির্বাচন মানি না: ইমরান খান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২২, ১০:১৮ এএম

পার্লামেন্টে মাফিয়াদের করা নির্বাচন মানি না: ইমরান খান

সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পার্লামেন্টে প্রাদেশিক মুখ্যমন্ত্রী নির্বাচন মাফিয়াদের করা বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাঞ্জাব পার্লামেন্টে ঘটে যাওয়া সহিংসতা এবং হট্টগোলের নিন্দা জানিয়ে মাফিয়াদের করা ওই নির্বাচন তার দল প্রত্যাখ্যান করেছে বলেও তিনি জানান।

গতকাল রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন। খবর জিও নিউজ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র এবং সংবিধানের নির্ধারিত নিয়মের পরিপন্থি। এর আগে শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে পার্লামেন্টে হট্টগোল ও লোটা ছোড়াছুড়ির ঘটনা ঘটে।”  

পাঞ্জাবের পার্লামেন্টে যা ঘটেছে তা নিন্দনীয় এবং গণতন্ত্রের সমস্ত নিয়ম ও সংবিধানের বিধানের পরিপন্থি উল্লেখ করে ইমরান খান টুইটারে আরও লিখেন,“ওই নির্বাচন পরিচালনা করার জন্য চেয়ারে কেউ ছিল না, যা সব নিয়মের লঙ্ঘন। মাফিয়াদের করা এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করি।” 

প্রসঙ্গত, গত শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনকে কেন্দ্র করে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই আইনপ্রণেতারা ক্ষুব্ধ হয় এবং দলত্যাগী ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে লোটা ছুড়ে। পরে ডেপুটি স্পিকার পার্লামেন্ট ছেড়ে চলে যান। পরে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে

হামজা শাহবাজ শরিফ পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শনিবার পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটাভুটিতে ১৯৭ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন হামজা শরিফ।

হামজা পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা ও ইমরানবিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদে প্রার্থী ছিলেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই- ইনসাফ (পিটিআই) পার্টির মুখ্যমন্ত্রী প্রার্থী ছিলেন প্রাদেশিক স্পিকার পারভেজ এলাহী।  

পাকিস্তানের শরিফ পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন হামজা শরিফ। এর আগে হামজার বাবা ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দফায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। এরও আগে, শাহবাজের বড় ভাই, পিএমএলের (এন) সর্বোচ্চ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী  নওয়াজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নওয়াজ শরিফ পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীও ছিলেন।  

Link copied!