প্যানডোরা পেপার্স কেলেঙ্কারি: কাঁপছে বিশ্বনেতা ও তারকারা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৪, ২০২১, ১০:২২ এএম

প্যানডোরা পেপার্স কেলেঙ্কারি: কাঁপছে বিশ্বনেতা ও তারকারা

বিশ্বের শক্তিধর বিভিন্ন দেশের নেতা, রাজনীতিবিদ ও ধনকুবেদের গোপন সম্পদ ও লেনদেনের বিপুল পরিমাণ নথি ফাঁস করে দিয়েছে প্যানডোরা পেপার্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তদন্তমূলক সাংবাদিকতার  সৌজন্যে বিশ্ব জুড়ে ডাকসাইটে  নেতা, মন্ত্রী থেকে সেলিব্রিটি প্রত্যেকের আর্থিক খুঁটিনাটি ফাঁস করেছে এই প্যানডোরা পেপার্স। দুবাই, পানামা, সুইজারল্যান্ডের মতো দেশে বিশ্বের তাবড় প্রভাবশালীরা যে অর্থ বা সম্পদের লেনদেন করেছেন গোপনে, তার সব তথ্য প্রকাশ্যে এসেছে। 

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেই নথিতে অন্তত ৩৫ জন বর্তমান ও সাবেক নেতা এবং তিন শতাধিক সরকারি কর্মকর্তার নথি ফাঁস হয়েছে। প্যানডোরা পেপার্স এসব ফাঁস করেছে। 

প্যানডোরা পেপার্স কী

বিশ্বের শক্তিধর নেতা, প্রেসিডেন্ট, রাজনীতিবিদদের গোপন তথ্য ‘প্যানডোরা পেপার্স’ নামে ফাঁস বা উদঘাটন করেছে ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)। এই সংগঠনের সঙ্গে কাজ করেছেন ব্রিটেনের বিবিসি এবং দ্য গার্ডিয়ান সংবাদপত্র এবং ভারতের 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ৬ শতাধিক গণমাধ্যমকর্মী। এসব গণমাধ্যম দাবি করেছে এক কোটি ১৯ লাখ দলিলপত্র তাদের হাতে এসে পৌঁছেছে।প্যারাডাইস পেপার্স, পানামা পেপার্স ইত্যাদি নামে গত ৭ বছর যেসব গোপন দলিলপত্র ফাঁস হয়েছে, এই প্যানডোরা পেপার্স হচ্ছে তার সবশেষ ঘটনা।

প্যানডোরা পেপার্স তালিকায় যারা

বিবিসির প্রতিবেদওেন বলা হয়েছে, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার- এমন আরও অনেক নেতার গোপন সম্পদের তথ্য এতে প্রকাশ পেয়েছে।

পাশাপাশি উঠে এসেছে শচীন তেন্ডুলকার থেকে শাকিরা-তাবড় ব্যক্তিত্বদের গোপন তথ্য ফাঁস। এতে দেখা গেছে, জর্ডনের বাদশা গোপনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও মালিবুতে ১০ কোটি ডলারের সম্পদ তৈরি করেছেন।

মালিবুতে জর্ডানের বাদশার বিলাসবহুল বাড়ি। ছবি: সংগৃহীত

ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী লন্ডনে একটি অফিস কেনার সময় তিন লাখ ১২ হাজার পাউন্ড কর ফাঁকি দিয়েছেন। এই দম্পতি একটি অফশোর কোম্পানি কিনে নেন, যারা ওই ভবনের মালিকানার দায়িত্বে ছিল।

প্যানডোরা পেপার্সের ফাঁস হওয়া তথ্য অনুযায়ি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন সম্পদ রয়েছে মোনাকোতে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও তার সহযোগীরা যুক্তরাজ্যে প্রায় ৪০ কোটি পাউন্ডের জমি-বাড়ি কেনাবেচার চুক্তিতে জড়িত ছিলেন।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী লন্ডনে একটি অফিস কেনার সময় ৩ লাখ ১২ হাজার পাউন্ড কর স্ট্যাম্প শুল্ক বাঁচিয়েছেন। ওই ভবনের মালিক একটি বিদেশি কোম্পানিও তারা কিনে নিয়েছেন। জানা গিয়েছে প্রকাশ্যে আসতে চলেছে প্রধানমন্ত্রী ইমরান খানের নামও। এই ভাবে ভারতসহ মোট ৯১টি দেশের রাঘব বোয়ালদের তথ্য ফাঁস হয়েছে বলে জানা বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে।

৯০টি দেশের ৩ শতাধিক রাজনীতিবিদের তথ্য ফাঁস

বিবিসি জানিয়েছে, পেপার্সে দেখা গেছে, বিশ্বের ৯০টি দেশের সবচেয়ে প্রভাবশালী কিছু মানুষ তাদের সম্পদ গোপন করতে অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছে। তাদের মধ্যে ৩৩০ জনেরও বেশি রাজনীতিবিদ।

আইসিআইজে তার প্রতিবেদনে বলেছে, গোপন নথির মাধ্যমে অফশোর কোম্পানিগুলোর সাথে যুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকার, পপ সঙ্গীত ডিভা শাকিরা, সুপার মডেল ক্লডিয়া শিফার এবং 'লেল দ্য ফ্যাট ওয়ান' নামে পরিচিত ইটালিয়ান মবস্টার। 

তবে এই তথ্যের বিরোধিতা করেছেন শচীনের অ্যাটর্নি। তিনি বলেছেন শচীনের যাবতীয় বিনিয়োগ বৈধ এবং আয়কর বিভাগের কাছে এর প্রতিটির হিসেব রয়েছে। অন্যদিকে, শাকিরার অ্যাটর্নি বলেন, গায়িকা ব্রিটেনের সরকারকে নিয়মিত কর দেন, এতে কোনও রহস্য বা জটিলতা নেই।

বিশ্বের মানচিত্রে অফশোর লেনদেনের সাথে যুক্ত রাজনীতিবিদদের সংখ্যা তুলে ধরে, ভারতের ৬ জন ও পাকিস্তানের ৭জন রাজনীতিবিদের নাম প্রকাশ্যে আনা হয়েছে। আইসিআইজের সর্বশেষ তদন্তে প্যান্ডোরা পেপারসে পাকিস্তানি রাজনৈতিক খেলোয়াড়দের অফশোর কোম্পানিতে বিনিয়োগের তথ্য তুলে ধরা হয়েছে।

Link copied!