করোনাভাইরাস যেন পিছু ছাড়ছে না। দিনকে দিন নতুন ধরন শনাক্ত হচ্ছেই। ওমিক্রমের ধাক্কা শেষ হতে না হতেই দোরগোড়ায় এল নতুন ধরন শনাক্ত হওয়ার খবর। এবার ভারতে করোনার নতুন ধরন 'এক্সই' শনাক্ত হয়েছে। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুম্বাইতে করোনার এক্সই ধরনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এ বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকা ফেরত করোনা আক্রান্ত এক নারীর নমুনা পরীক্ষায় নতুন ধরন শনাক্ত হয়েছে। তবে এই ধরনে আক্রান্তদের এখনও তেমন গুরুতর কোনো উপসর্গ দেখা যায়নি।
'এক্সই' কোভিড আসলে কী?
বিশেষজ্ঞরা বলছেন, এটি কোভিডের পূর্ববর্তী দুটি ধরন বিএ.১ ও বিএ.২-এর রিকম্বিন্যান্ট রূপ। একই ব্যক্তি যখন কোভিডের একাধিক রূপে আক্রান্ত হন, তখন দুটি রূপের জিনগত উপাদানের সংমিশ্রণে এই ধরনের নতুন রূপের উৎপত্তি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে জানিয়েছে, এই ধরনটি ওমিক্রনের বিএ.২ রূপের তুলনায় প্রায় ১০ গুণ বেশি সংক্রামক।
কোভিড-১৯ এর একাধিক লক্ষণকে ডব্লিউএইচও এক্সই ধরনের উপসর্গ বলে চিহ্নিত করেছে। এই তালিকায় রয়েছে - কাঁপুনি দিয়ে জ্বর, আকস্মিক ছোঁয়াচে কাশি, স্বাদ ও গন্ধের অনুভূতি না পাওয়া কিংবা পরিবর্তন আসা, শ্বাসকষ্ট, ক্লান্তি, শরীর ব্যথা, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা নাক দিয়ে ক্রমাগত পানি পড়তে থাকা, খাবারে অরুচি ও ডায়েরিয়ার মতো লক্ষণ।